গোবরাতলা’র তিনটি গ্রামে বিদ্যুৎ পেলো ৭৫টি পরিবার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গোকুল, বুড়িপুকুর ও ঘাটি পুকুর গ্রামে ৭৫টি পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। শনিবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রশিদ, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান, সাবেক চেয়ারম্যান সানজির আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি।
ডিজিএম আব্দুর রশিদ জানান, ২২ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে বুড়িপুকুর গ্রামে ১ দশমিক ৯১৪ কি.মি., ১৩ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ঘাটিপুকুর গ্রামে ১দশমিক ১৬৩ কি.মি এবং গোকুল গ্রামে ৩৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৮০৪ কি.মি বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৭