শিশু কিশোর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে লাইব্রেরী শক্তিশালী করনের জন্য অটোমেশন ডিজিটাইলেজশন কর্মসূচির আওতায় শিশু কিশোর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে একাডেমীর লাইব্রেরী চত্বরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে শিশু বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম, মোসফিকুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মোট দুটি গ্রুপে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় বিভাগে ৬ষ্ঠ থেকে অষ্টম এবং ৯ম থেকে ১০ বিভাগে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ রোববার সকালে গ্রীণ ভিউ স্কুলে ক গ্রুপে ৫ম থেকে ৭ম শ্রেণী   ও খ গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৭