নাচোলে আলকাপ গানে ককটেল বিস্ফোরণে ৫ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউপি’র সানপুর ব্যাড়া গ্রামে  গ্রামবাংলার ঐতিহ্যবাহী (আলকাপ) পালাগানে ককটেল বিস্ফোরনে ৫জন আহত হয়েছে।  এ ঘটনায় পুলিশ গান পাউডারসহ দু’ জনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি হচ্ছে  নাচোল উপজেলার সানপুর ব্যাড়া গ্রামের আলহাজ আফসার আলীর দুই ছেলে নবিব (৩২) ও সাইরুল (২৬)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরউদ্দিন জানান, উপজেলার ফতেপুর ইউপি’র সানপুর ব্যাড়া গ্রামে  শনিবার রাত ১১ টায় দিকে আলকাপ পালাগান চলছিল । এ সময় নবিব ও সাইরুল আলকাপ পালাগান বাধা দেয়। পরে বাধা উপ্ক্ষো করে গান চলতে থাকলে নবিব ও সাইরুল ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৫জন আহত হয় । আহতরা হলেন পাহাড়পুর গ্রামের একরামুল হকের ছেলে বাক্কার (২৫) ইলিয়াস আলীর ছেলে নইম (২৫), মনিরুল ইসলামের ছেলে আলআমিন (১৭) ওসমান আলীর ছেলে এরতাজ আলী (৬০) ও মেগডহর গ্রামের মুখলেস আলী (৩০) আহত হয়েছেন। আহতের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা  হয়। এর মধ্যে বাক্কার আলীর অবস্থা আশংকাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দ্বায়ের করা হয়েছে বলে ওসি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,নাচোল/ ০২-০৪-১৭

,