শিবগঞ্জে অস্ত্রসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্চে উপজেলার নামোচকপাড়া গ্রামের  মোখলেসের ছেলে মনিরুল (২০)।
র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র বিক্রয়ের গোপন তথ্যের ভিত্ত্বিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্বে হাজারবিঘি এলাকার একটি আমবাগানের ভিতর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি শুট্যার গান, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ মনিরুলকে আটক করা হয়। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৭

,