১৩বছর পর শিবগঞ্জে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন> সভাপতি রফিকুল সম্পাদক তোসিকুল
১৩ বছর পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার সেলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুল হাসান লিংকন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবদুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিরুল হক মিন্টু, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।
বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অডিটোরিয়ামে ভোট প্রয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কাউন্সিলদের ভোটে উপজেলা শাখা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু নির্বাচিত হয়।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর ১৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপজেলার ২৮৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৮-০৪-১৭
বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অডিটোরিয়ামে ভোট প্রয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কাউন্সিলদের ভোটে উপজেলা শাখা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু নির্বাচিত হয়।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর ১৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপজেলার ২৮৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৮-০৪-১৭