জাসদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা জাসদের ব্যানারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। “রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধাদের পক্ষে সরকার, এই মিউজিক্যাল চেয়ার খেলা বন্ধ করতে হবে” শ্লোগানে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার জাসদের বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আব্দুল হামিদ রুনু, সদর থানা জাসদের সাধারণ সম্পাদক আঝারুল ইসলাম পিন্টু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আব্দুল মজিদ, তসিকুল রেজা খান তনু।
সমাবেশে বক্তারা জঙ্গি কর্মকান্ডের নেতিবাচক দিক তুলে ধরে তাদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত রাখার আহবান জানানো হয়। সেই সাথে সরকারের দ্বিমুখী মনোভাবের সমালোচনা করে জঙ্গীবাদমুক্ত সোনার বাংলা গড়ার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৭