নাচোলে ৬০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার ঝিকড়া গ্রামের মঙ্গলবার ৬০ কেজি ওজনের কালো রং এর একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে  উপজেলার ঝিকড়া গ্রামের গ্রাম বাসী পদ্মপুকুর খনন করার সময় মূর্তিটি দেখতে পায়।
পরে এলাকাবাসী  থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরো বলেন, প্রায় অবিকৃত প্রাচীনকালের মূর্তিটি উদ্ধারের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এটি যাদুঘরে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,নাচোল/ ০৫-০৪-১৭

,