এরফান গ্রুপ ১ম বিভাগ ক্রিকেট লীগে আলীনগর ক্লাবের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এরফান গ্রুপ ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর সোমবারের খেলায় জয় পেয়েছে আলীনগর ক্লাব। তারা ৬ উইকেটে বন্ধন ক্রীড়াঙ্গন কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বন্ধন ক্রীড়াঙ্গন ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিপন ১৫, রায়হান ৭ রান করে। আলীনগর ক্লাব এর বোলার হৃদয় ২.৫ ওভার ১ রানে ৩টি ও সোহেল ৭ ওভার ১৭ রানে ৩টি উইকেট লাভ করে। ৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আলীনগর ক্লাব ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়লাভ করে। দলের পক্ষে দুরুল ১৩, রনি ১১ রান করে। বন্ধন ক্রীড়াঙ্গনের বোলার প্রান্ত ৪ ওভার ৮ রানে ২টি, রিপন ৪ ওভার ৯ রানে ২টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ হৃদয়। আজকের খেলায় অংশগ্রহণ করবে মিতালী সংঘ ও কানসাট ক্লাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৩-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৩-১৭