বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্ম মুক্ত দেশ হবে’ এই শ্লোগানে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ একই স্থানের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, ডাঃ অসিত কুমার, ডাঃ এম এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক ইকবাল মনোয়ার খান চান্না, এ্যাড. তাহির জামিল, সাংবাদিক শামসুল ইসলাম টুকু, অব. কলেজ শিক্ষক শাহ আলম, আমিনুল ইসলাম সেন্টু।
বক্তারা বলেন, এক নাগাড়ে তিন সপ্তাহের অধিক সময় কাশি, যক্ষ্মা রোগের লক্ষ, তাই দেশ এবং জেলা থেকে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৭