গোমস্তাপুরের রাধানগরে কষ্টিপাথরের খন্ডিত মুর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রবিবার কষ্টিপাথরের খন্ডিত মুর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাধানগর ইউনিয়নে রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় আনুমানিক ১০ কেজি ওজনের মুর্তিটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত এসএম জাকারিয়া জানান, স্থানীয়রা রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের পেছন মুর্তিটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মাটিতে আংশিক পুতে রাখা মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মুর্তিটি দুটি খন্ডিত অংশ ছিলে। পরে স্থানীয় স্বর্নকারের দ্বারা পরীক্ষা করে জানা যায় এটি কষ্টি পাথরের। এটি প্রতœতত্ব অধিদপ্তরের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৩-১৭

,