শিবগঞ্জের প্রথম মন্দিরের পুননির্মান কাজের উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার প্রথম মন্দির জয়কালী মাতা মন্দিরের পুন নিমার্ন কাজের উদ্ধোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে এর উদ্ধোধন করেন শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরী কারিবুল হক রাজিন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) কল্যান চৌধুরী, পুরোহিত ও জয়কালী মাতা মন্দির কমিটির সভাপতি শ্রী শ্যামল কুমার ত্রিবেদী, সম্পাদক শ্রী জনপতি কুন্ডু, মটর কুমার সাহা, কোমল কুমার ত্রিবেদী, শিবগঞ্জ পৌর কাউন্সিলর সাদিকুল ইসলাম।
১১ লাখ টাকা ব্যায়ে দ্বিতল বিশিষ্ট একটি অত্যাধুনিক মন্দির নির্মান করা হচ্ছে।যার নিচতলায় থাকবে দোকানঘর এবং দ্বিতীয় তলায় মন্দির।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৬-০৩-১৭

,