ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশনের আলোচনা সভা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির সভাপতি নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাবেক সভাপতি আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মামুন মুনতাসির শিহাব প্রমুখ।
ব্ক্তারা বলেন, পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা এখনো দেশে ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে।
পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৭
ব্ক্তারা বলেন, পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা এখনো দেশে ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে।
পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৭