হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত

‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার শিক্ষার্থীর উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী প্রধান শিক্ষক মঈনুল হককে সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক, সাদেকুল ইসলাম, মাহবুবুল হক মিঠু, আব্দুর রহমান, আজমাল হোসেন মামুন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,  ৯ম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির বিল্লাহ নকীব ও সামিউর রহমান।
বক্তারা আলোচনায় পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করেন এবং পাকিস্তান সরকারকে ৭১ এর ঘৃণিত অপরাধের জন্য বাংলাদেশের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তাব করা হয়।
পরিশেষে ২৫ মার্চ কালো রাতে যেসব বাঙালি শহিদ হন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৩-১৭