আইডিএফ শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর ৮৯তম শাখা উদ্বোধন ও প্রথম পর্য়ায়ে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শাহিবাগ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে শাখাটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক, আইডিএফের ক্ষুদ্র ঋন পরিচালক নেজাম উদ্দিন , শাহনেয়ামতুল্লাহ করেলজের ম্যাকেটিং বিভাগের প্রধান প্রশান্ত কুম,ার সাহা, প্রভাষক মোঃ আবদুল বাকী। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, নাটোর এরিয়া ম্যানেজার অরুণ কুমার শীল, উত্তর বঙ্গের জোনাল ম্যানেজার বিজন কুমার সরকার , রাজশাহী এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ। পরে আইডিএফের গ্রাহকদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং শংকরবাটী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক সোঃ নুরুল হোদার সভাপতিত্বে বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব আলী। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুলণ বারেক মোসাঃ মাসকুরা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম প্রমুখ। মতবিনিময় শেষে দুপুরে বিদ্যালয়ে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৩-১৭