শিবগঞ্জে ২ পিস্তল, ৪ ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মাঠ এলাকা থেকে শুক্রবার ২টি বিদেশী পিস্তল,৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও দুজনকে সনাক্ত করা হয়েছে বলে বিজিবি জানায়।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে বিকালে নায়েক সশীল কুমারের নেতৃত্বে চৌকা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩ এস হতে ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাঁদ পাতে। এ সময় ভারতের দিক হতে দু’জন চোরাকারবারী বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের পিছু নেয়। কিন্তু তারা হাতের পোটলা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলা তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা করে সনাক্তকৃত ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৭

,