চরবাগডাঙ্গায় গরুর ট্রাক থেকে অবৈধ চাঁদা আদায়কালে একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের টিকলীর চর এলাকায় সড়কের উপর থেকে শুক্রবার রাতে গরুবাহী ট্রাক হতে অবৈধ চাঁদা আদায়কালে আমিন আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। তিনি ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।
বিজিবি’র ৫৯ ব্যাটালিযনের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় বাখের আলী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল হাবিলদার হুসাইনের নেতৃত্বে টিকলীর চর সড়কের উপরে অভিযান চালায়। এ সময় গরুবহনকারী ট্রাক হতে চাঁদা আদায়কালে আমিন আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চরবাগডাংগা ইউপি চেয়ারম্যান শহিদ রানা ওরফে টিপুর নির্দেশে তাঁরা কয়েকজন নিয়মিত এ সড়কে যাতায়াতকারী গরুবাহী ট্রাক প্রতি ৪০০ টাকা হারে চাঁদা আদায় করেন। এ কাজে তাঁর সাথে সদর উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামের ইউসুফ (৪৮) ও খড়িবোনা গ্রামের একরামের (৩৫) জড়িত থাকার কথাও জানান আমিন আলী। এ ঘটনায় শনিবার আমিন আলীকে সদর থানায় সোপর্দ করে ও অপর দুই আসামীকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে অধিনায়ক জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০২-১৭