শিবগঞ্জে প্রয়াসের মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে মানব পাচার প্রতিরোধে জন সচেতনতা মূলক এক এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ‘ইউএসএআইডি’ এবং ‘উইনরক’ এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার শফিকুল ইসলাম। সংস্থাটির পরিচালক শাহ আজাদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়মা খাতুন। অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, মৎস কর্মকর্তা বরুন কুমার মন্ডল, প্রয়াসের মানব পাচার প্রতিরোধ কমিটির প্রজেক্ট ম্যানেজার দুরুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর শহিদুল ইসলাম মুকুল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৭-০২-১


,