গোমস্তাপুরে ভোরের কাগজের ২৫ বছর পূর্তি পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নানা আয়োজনে ভোরের কাগজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে একটি বর্ণাঢ্্য র‌্যালী গোমস্তাপুর উপজেলা চত্বর হতে আরম্ভ হয়ে রহনপুর ষ্টেশন বাজার ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সৃতি স্তম্ভের কাছে এসে শেষ হয়।
উপজেলা সস্মেলন কক্ষে ভোরের কাগজের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার কে এম আলমগীর কবির, উপজেলা  আওয়ামীলীগের  সভাপতি শাজাহান আনসারী , আলহাজ্ব নজরুল ইসলাম , উপজেলা প্রেসক্লাব  সভাপতি আতিকুল ইসলাম আজম , গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব  সাধারন সম্পাদক নুর মোহাম্মদ , সাংবাদিক কল্যান ট্রাষ্টের সভাপতি আসাদুল্লাহ আহমেদ , ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি তাজাম্মুল হক আরাফাত, ভোরের কাগজ নাচোল প্রতিনিধি সুইট প্রমূখ।
ভোরের কাগজের ২৫ বছরের নিয়মিত পাঠক শ্রী গৌতম রায় ও ভোরের কাগজের নিয়মিত বিজ্ঞাপন দাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলামকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
এর আগে বর্ষপূর্তি কেক কাটা হয়। শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর/ ১৫-০২-১৭

,