শিবগঞ্জে আওয়ামীলীগ ও যুবলীগের ২ জনসহ ১৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ ও যুবলীগের ২জনসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, বিনোদপুর খাসেরহাট এলাকার শরিফুল ইসলাম ওরফে ডুডু, আহসান হাবিব বাবু ওরফে টিটেন বাবুসহ বিভিন্ন মামলার আসামী আজিজুল, আলমগীর, কেতাব আলী ও আনোয়ার হোসেনসহ ১৪ জন। আটক শরিফুল ইসলাম ওরফে ডুডু‘র বিনোদপুর খাসেরহাট এলাকার মহসিন আলীর ছেলে। সে বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ রমজান আলী জানান, সোমবার রাতে শিবগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোট ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০২-১৭

,