নাচোলে বিনা’র কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে আমন ধান চাষের পর পতিত জমিতে ডাল জাতীয় শস্যের চাষাবাদ শীর্ষক কৃষক মাঠ দিবস মঙ্গলবার পালিত হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র’র আয়োজনে ও আইসিএআরডিএ (ইফাদ) এর সহযোগিতায় সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউপির মরাফেলা গ্রামে স্থানীয় কৃষক-কৃষাণীর অংশগ্রহণে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষাণী আমেনা বেগমের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্ভিদ প্রজনন বিভাগ ময়মনসিংহের  উদ্ধতন  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ¯িœগ্ধা রায়, বিনা চাঁপাইনবাবগঞ্জ বৈজ্ঞানিক কর্মকর্তা, এবিএম,শফিউল আলম, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের  প্রশিক্ষক জহুরুল ইসলাম, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ প্রভাষক শাহিনুর রহমান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) ময়মনসিংহ ফেরদৌসি বেগম, বিনা চাঁপাইনবাবগঞ্জ বৈজ্ঞানিক সহকারী-১ সিফাত আরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী, রবিউল ইসলাম, গোলাম মর্তুজা ও মানিরুল ইসলাম, জিয়াউর রহমান । এদিকে বিকেল সাড়ে ৩টায় উপজেলার চৌপুকুরীয়া গ্রামে কৃষক মাইনুল ইসলামের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে বিনা মুসুর-৮ ও বিনা মুসুর-৫ এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  মাঠ দিবসে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা মুসুর-৮ ও বিনা মুসুর-৫ মসুর ডাল আমন ধান চাষের পর পতিত জমিতে ডাল জাতীয় মস্যের চাষাবাদ শীর্ষক বিভিন্ন প্রশিক্ষন দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৭

,