মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে একার্যক্রম শুরু হয়। এ সময় সদস্য সচিব হিসেবে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন, উপজেলা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ডাঃ আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আফসার হোসেন, কেন্দ্রীয় কমান্ডের প্রতিনিধি সদস্য রাব্বুল হোসেন ও জেলা কমান্ডের প্রতিনিধি একরাম হোসেন।
ভোলাহাট উপজেলায় মোট ২০৬জনের যাচাই-বাছাই হয় এর মধ্যে জামুকা ১জন, অনলাইন আবেদনকারী ৫জন, গেজেটভূক্ত ৪০জন, সেনা গেজেটের ২জন গোহালবাড়ী গ্রামের শরকোপ উল্লাহর ছেলে জসিমুদ্দিন ও বজরাটেক গ্রামের জমিন মহলতের ছেলে কয়েস মাহলত, লাল মুক্তিবার্তার ১জন পঞ্চনন্দপুর গ্রামের ওসমান গনি মোল্লার ছেলে কলিমুদ্দিন বিশ্বাস, এবং যুদ্ধাহত ২জন বাহাদুরগঞ্জ গ্রামের লাল মোহাম্মদ সরদারের ছেলে হাসম উদ্দিন ও আলমপুর গ্রামের আ: হাকিমের ছেলে একরাম হোসেন সঠিক বলে বাছাই কমিটি ঘোষণা প্রদান করেন। বাতিল ১৫৫জনের মধ্যে ৪ জন ভাতাভোগী রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০২-১৭

,