শিবগঞ্জে বাল্য বিবাহের দায়ে বর-কনের মায়ের ৭ দিনের জেল

শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের দামুদিয়াড় গ্রামে বাল্য বিবাহের দায়ে বর ও কনের মায়ের ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বাল্য বিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে দামুদিয়াড় গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের জিন্নুর রহমানের স্ত্রী, বরের মা  সমিজা বেগম ও রবিউল ইসলাম রবুর স্ত্রী, কনের মা বেবি বেগমকে বাল্য বিবাহ নিরোধ ১৯২৯ আইনের তাদের দু’জনের সাত দিনের জেল দেয়া হয়।
তিনি আরও জানান, পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর মানিক আলী (২৯), কনে ৭ম শ্রেণির মাদ্রাসা পড়–য়া ছাত্রী সহ বর ও বরের বাবা-কনে ও কনের বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে ১১ বছর বয়সী একটি ছোট্ট মেয়ে বাল্যবিয়ে দেয়ার দায়ে বাবা আসাদুল ও মা মাহামুদাকে ১হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০২-১৭

, ,