পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে সোনামসজিদ বন্দরে আটক পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক

পরিবহন শ্রমিকদের কর্মবিরতীর কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
বন্দর সূত্র জানিয়েছে, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির পরেও সোনামসজিদ স্থল বন্দরে পণ্য আমাদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক ছিল। সকাল থেকে অন্যান্য দিনের মত ভারত থেকে আমাদানী পণ্যবাহি ট্রাক ঢুকেছে এবং ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করে বাংলাদেশী ট্রাকে লোড করা হয়েছে। তবে, কোন পণ্য পরিবহন হয়নি। সোনামসজিদ স্থল বন্দরে সাধারণত বিকেলের পর পণ্যবাহি ট্রাক ছেড়ে যায় দেশের বিভিন্ন গন্তব্যে। একারণে ব্যবসায়ীরা বিকেল পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার হবে এমন আশায় ছিলেন। কিন্তু কর্মবিরতি অব্যহত থাকায় আটকে যায় পণ্য পরিবহন।
বন্দর পরিচালানার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) মাইনুল ইসলাম জানান, ভারত থেকে আসা পেয়াজসহ বিভিন্ন ধরণের ফলবাহী শতাধিক ট্রাক বন্দরে আটকে পড়েছে।
এদিকে, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার যানবহন বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরিণ রুটে কিছু যানবহন চলাচল করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৭