শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা এবার জেলায় পরীক্ষার্থী ১৬৬৩১

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষার্থী ১৬ হাজার ৬৩১জন। এর মধ্যে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬৯জন, দাখিলে পরীক্ষার্থী ৩ হাজার ২৮০ জন ও এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে সব মিলিয়ে পরীক্ষার্থী ১২৪২জন।
গতবছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ৪৭২জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ১০৩ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সুত্র জানান, এবছর জেলায় ১৫টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি, ৬টি কেন্দ্রের মাধ্যমে দাখিল ও ৭ টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রের আওতায় এক বা একাধিক পরীক্ষা গ্রহণ কেন্দ্র বা ভেন্যু রয়েছে।
জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। বিগত বছর গুলোতে পাবলিক পরীক্ষা সমূহ নকল ও দূর্নীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনাম রয়েছে উল্লেখ করে বলেন, এবারের এসএসসি পরীক্ষা নকল ও দূনীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/০১-০২-১৭