শুরু হয়েছে সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ। শনিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ। উপস্থিত ছিলেন, যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রাব্বানী, সদর উপজেলা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।
যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামিম শনিবার রাত সাড়ে ৭টার দিকে জানান, ৩১৮ জন অনলাইনে আবেদনকারীসহ প্রায় ৫’শ জন আবেদন করেছেন। এদের মধ্যে ৪২ জনকে চুড়ান্ত করা হয়েছে।  বাকী গুলো আজ রবিবার যাচাই-বাছাই করা হবে এবং সম্পন্ন না হলে পরের দিন সাক্ষাতকার গ্রহণ করা হবে। এ কার্যক্রমে প্রতিটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের উপস্থিতিতে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১১-০২-১৭