জেলা যুবজোটের সভাপতি তরিকুলের পিতার আর নেই
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবজোট সভাপতি ও জেলা জাসদ কার্যকরী কমিটি সদস্য তরিকুল ইসলামের পিতা সেতার আলী (৬৫) আর নেই। মঙ্গরবার দুপুর দুইটায় পৌর এলাকার আলীনগর মহল্লায় নিজ বাসবভনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৭টায় শহরের খালঘাট সেন্ট্রাল ঈদগাহে নামাজে জানাজা শেষে খালঘাট গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে সেতার আলীর মৃত্যুতে জেলা জাসদ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শাšি কামনা ও শোকাহত পরিবাবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিস্বজ প্রতিবেদক/ ২৮-০২-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিস্বজ প্রতিবেদক/ ২৮-০২-১৭