সাবেক এমপি জামায়াত নেতা লতিফুর রহমান কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার হত্যাসহ ৫টি নাশকতার মামলায় জামিন লাভের জন্য আদালতে আত্মসমার্পণ করলে আদালত ৩টি মামলার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। 
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জোবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চর এলাকার আরিফ হত্যা মামলাসহ ৫টি নাশকতার মামলার আসামী লতিফুর রহমান দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পণ করেন। জজ আদালতে বিচারাধীন তিনটি মামলার মধ্যে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী ১টি মামলায় জামিন প্রদান করলেও অপর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেন। অন্যদিকে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারাধীন দু’টি মামলার মধ্যে আরিফ হত্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে আদালতের বিচারক জুয়েল অধিকারী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বহু মামলার আসামী জামায়াত নেতা লতিফুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৭