শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে সহায়তা দিলেন সাবেক এমপি

শিবগঞ্জ দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুরে গত ১৩ জানুয়ারী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য নয়টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। শনিবার বিকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও শিবগঞ্জে সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা ব্যক্তিগত উদ্দ্যোগে এ অর্থ বিতরণ করেন। পরে তিনি দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে বিএনপির নিহত নেতা কর্মীদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের হাতে কাপড় বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন,শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আসরাফ আলীসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৪-০২-১৭

,