মিনার অটো রাইস মিল মালিককে ১ লাখ টাকার অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া এলাকায় অবস্থিত মিনার অটো রাইস মিল মালিক তরিকুল ইসলাম (টি ইসলাম)কে এক লাখ টাকার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রাইস মিলের উৎপাদিত পণ্যে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে বুধবার বিকেলে এই অর্থদন্ড প্রদান করা হয়।
সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বিকেল সাড়ে ৪টার দিকে মিনার অটো রাইস মিলে অভিযান চালায়। অভিযানকালে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি নুরে আলম। এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মিল মালিককে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ওই সূত্র জানায়, অভিযানকালে প্রায় দেড় শতাধিক প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয় এবং তা ওই স্থানেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-১৭