মাদকসেবনের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান
র্যাব জানায়, বুধবার বেলা পৌনে ১১টা হতে সোয়া ১২টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলম ও এনামুল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় সদর উপজেলার লাহারপুরের মৃত আশুতোষ সরকারের ছেলে অজিত সরকারকে। ৬ মাস করে কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে হেলালপুরের আলফাজের ছেলে শরিফুল, আজাইপুরের মৃত আল আমিনের ছেলে সোহেল রানা , পুরাতন সিএন্ডবি ঘাটের মীর মনছুর আলীর ছেলে আখতার হোসেন শিবতলা নতুনপাড়ার আবু বক্করের ছেলে মনোয়ার, পোলাডাঙ্গার ইয়াসিন আলীর ছেলে ফারুক । ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে আঙ্গারপাড়ার আলাউদ্দিনের ছেলে জুয়েল ও ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে রেহাইচরের মৃত আব্দুস সামদের ছেলে সেলিম রেজাকে। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে র্যাব জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৭