প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে শনিবার প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
সকালে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
কর্মসুচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু জাফর। বক্তব্য রাখেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদাসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্নস্থানের পশু খামারীরা। শেষে জেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ ও ডিম বিতরণসহ বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। মেলায় মোট ৭টি স্টল রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৭