জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্বনয়ে চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক,  শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠা শ্রেষ্ট স্কাউট শিক্ষকদেরও  বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে  শহীদ মহর আলী উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সদর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম। এবারের সদর উপজেলায় শ্রেষ্ট শ্রেণী শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান প্রফেসর দাউদ হোসেন, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট হয়েছে শংকরবাটী হেফকুল উলুম এফ কে কামিল মাদ্রাসা, শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ হয়েছেন শংকরবাটী হেফজুল  উলুম এফ কে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ইমরান হোসেন, শ্রেষ্ট শ্রেণী শিক্ষক চরবাগডাঙ্গা মাদ্রাসার সহ-সুপার আরিফুল ইসলাম , মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান  হয়েছেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন হরিমোহন সরকারি উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিব, শ্রেষ্ট শ্রেণী শিক্ষকের নির্বাচিত হয়েছেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মার্শাল, শ্রেষ্ট স্কাউট শিক্ষক হয়েছেন চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলার রহমান,শেষ্ট্র গাল গাইপ শিক্ষক হযেছেন গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা আহমেদ, শ্রেষ্ট বিএনসিসি শিক্ষক নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, শ্রেষ্ট্র রোভার শিক্ষক আবুল হাসনাত, শ্রেষ্ট ছাত্র নির্বাচিত হয়েছেন হরিমোহন সরকারি  উচ্চ বিদ্যালয়ের রাশিদুল , শ্রেষ্ট কলেজ ছাত্রী হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের ফারিয়া, শ্রেষ্ট মাদ্রাসা শংকরবাটী হেফজুল  উলুম কামিল মাদ্রাসার ছাত্র নির্বাচিত হন মাসরুফ হোসেন, শেষ্ট্র গাল গাইড শিক্ষার্থী নইমা রেজয়ান, শেষ্ট্র রোভার স্কাউট সাহিদা আহমেদ, শ্রেষ্ট বিএনসিসি শিক্ষার্থী সোনিয়া খাতুন,রচনা প্রতিযোগিতায়  শ্রেষ্ট্র নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী তাবাসসুম ফেরদৌস সাবা।
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতার আয়োজন করেন। প্রতিযোগীতার মধ্যে রয়েছে নজরুল গীতি, রবিন্দ্র সংগীত, একক অভিনয়, কেরাত, হামনাত আবৃতি, লোক নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগীতা ।
বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে ও বি আরডিবি হল রুমে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ডের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মোকিম ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধান করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শুকুর আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া, নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম নাদিম, গীতাঞ্জলীর পরিচালক অলিউল হক ডলার, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন ফেরদৌসি ও পাঠশালা একাডেমীর সহকারী শিক্ষক কুতুবুল আলম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৭