গোমস্তাপুরে জীবন বীমার মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশন, রহনপুর শাখার অন্তর্ভূক্ত আজীবন পেনশনভোগী বীমা গ্রাহকদের  নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষেম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিওনাল অফিসের সহকারী জেলারেল ম্যানেজার মুহাম্মদ ইয়াসেফ আলী সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর। বক্তব্য রাখেন, বীমার আজীবন পেনশনভোগী প্রসাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক ও বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বদিউজ্জামান, রাজশাহী রিজিওনাল অফিসের উন্নয়ন ম্যানেজার মনিমুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সেলস অফিসের ডেপুটি ম্যানেজার ইনচার্জ এসএম আল মামুন-উল ফারুক ও রহনপুর শাখার উন্নয়ন ম্যানেজার মজিবুর রহমান। মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী শুভেচ্ছা স্মারক দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০২-০২-১৭


,