শিবগঞ্জ শ্যামপুর সীমান্ত থেকে সোয়া ৭ কেজি গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে বুধবার দিবাগত রাতে ৭ কেজি ২শ’ ৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল এস এম আবুল এহসান এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল নায়েব সুবেদার জামাল উদ্দিন এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর সীমান্তে পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশ ঝাঁড়ের ভিতরে ফাঁদ পেতে বসে থাকে। এ সময় ২-৩ জন চোরাকারবারী ভারতের দিক হতে হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল চোরাকারবারীদের ধাওয়া করে। চোরাকারবারীরা ব্যাগ ফেলে আবারো ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা ৭ কেজি ২শ’ ৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করে। উদ্ধারকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০২-১৭

,