গোমস্তাপুরের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে  বুধবার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার কে এম আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আবদুল রাকিব, ইমরান আলি প্রমুখ।
গভায়, ডি এ পি ১০ কেজি, এম ও পি ১০ কেজি মুগ বীজ ৫ কেজি করে মোট ১২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০১-০২-১৭


,