নাচোল ও গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাঠশালা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিড-ডে মিল চালুর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ সাহাদাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ ফাসিরুদ্দীন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, সাংবাদিক এমরান ফারুক মাসুম, বিএম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইসহাক, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরোজা খাতুন, আরিফা খাতুন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ দিকে গোমস্তাপুরে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ও এসএস.সি(ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুল প্রাঙ্গনে স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি গোলাম রাব্বানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, স্কুলের প্রধান শিক্ষক কাউসার আলী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল, গোমস্তাপুর/ ২৫-০১-১৭

, ,