মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
চাঁপাইনবাবগঞ্জ শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হলো। রবি ও সোমবার ২ দিন ব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, ভারসাম্য দৌড়, অংক দৌড়, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, গুপ্তধন উদ্ধার ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৭শত জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষক কে.এ.এম মাহফুজুর রহমান, সানজিদা খাতুন, সালমা খাতুন, তৌহসিনা খাতুন, শামীমা সুলতানা, পারভীন আখতার, সুলতানা খাতুন, হাসনা হেনা, ইসমাত আরা, তাসলিমা খাতুন, আশরাফ হোসেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মারুফুল হক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩০-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩০-০১-১৭