জাতীয় শিশু পুরষ্কার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
বাংলাদেশ শিশু একাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় আয়োজিত জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরষ্কার ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ বৃহস্পতিবার সকাল চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার প্রতিযোগিগণ অংশ গ্রহণ করে। ছেলে শিশু ও মেয়ে শিশু উভয়েই ১০০ মিটার দৌড়, ১০০ মিটার সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফ প্রতিযোগিতার ১২টি ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীতদের মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু। এসময় জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, নির্বাহীূ সদস্য বাবুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০১-১৭