শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ী এলাকা থেকে রোববার ভোরে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসান মোর্শেদ এক প্রেস বিঞ্জপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে হাবিলদার আশরাফ আলীর নেতৃত্বে বিলভাতিয়া বিওপি’র একটি দল উপজেলার দৌলতবাড়ী এলাকায় অভিযান চালায়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও মদ উদ্ধার করে বিজিবি’র সদস্যরা।
উদ্ধারকৃত মালামলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৭ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসান মোর্শেদ এক প্রেস বিঞ্জপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে হাবিলদার আশরাফ আলীর নেতৃত্বে বিলভাতিয়া বিওপি’র একটি দল উপজেলার দৌলতবাড়ী এলাকায় অভিযান চালায়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও মদ উদ্ধার করে বিজিবি’র সদস্যরা।
উদ্ধারকৃত মালামলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৭ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-০১-১৭