গোমস্তাপুরে ফেন্সিডিলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর মকরমপুর বালুঘাট এলাকায় যাত্রিবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ১শ’ ১৮ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে ভোলাহাট উপজেলার তাঁতিপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে সামিরুল ইসলাম(২৭) ও একই উপজেলার বজরাটেক গ্রামের ইমরান আলী ছেলে জাহাঙ্গীর আলী (২২)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মকরমপুর বালুঘাট এলাকায় ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিন্টু পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ফেন্সিডিলসহ সামিরুল ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৮-০১-১৭

,