১ম বিভাগ ভলিবল লীগে চরজোতপ্রতাপের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলিবল লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর সোমবারের রেলিগেশন খেলায় জয় পেয়েছে চরজোতপ্রতাপ উদয় সংঘ। তারা ২-০ সেটে নবারুণ সংঘকে পরাজিত করে। আগামিকালের রেলিগেশন খেলায় অংশ গ্রহণ করবে জেলা ক্রিকেট একাডেমি ও রেহাইচর দিপালী সংঘ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৩-০১-১৭