নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জেলায় ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসূচী মধ্যে দিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ করেন। পরে সরকরি কলেজ মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমনের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ অপু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক,  সাবেক সভাপতি ফাইজার রহমান, শিবগঞ্জের পৌর মেয়র কারিবুল রাজিন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও প্রযূক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম হিমেল, মোহায়মেনুল ইসলাম সাফি। শেষ প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়।
এদিকে, জেলা জাসদ ছাত্রলীগ পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালন করেছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মুনির, জেলা জাসদের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনু, জেলা যুবজোট  সভাপতি তরিকুল ইসলাম, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কর্ণেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুল আজিজ, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামিম হোসেন, তসিকুল রেজা খান তনুসহ জাসদ ও জাসদ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
 শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাসদ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৪টার সময় শিবগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিন শেষে শিবগঞ্জ মহিলা কলেজে সমাবেশ ও কেক কেটে দিনটি উদযাপন করেন দলটির নেতা কর্মীরা। শিবগঞ্জ উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি পলাশ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাবেক জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন পলাশ, জেলা  যুব জোটের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি সেলিম উদ্দীন।
 নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাকবাংলা চত্বরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পালিত হয়েছে। সকালে ডাকবাংলা চত্বর থেকে একটি বিশাল বর্নাাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবির উল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, নেজামপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস ,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন আর রশিদ সহ প্রমুখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান খোকন, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নাসিম আলী।                            
গোমস্তাপুর
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার গোমস্তাপুর পালিত হয়েছে। এ উপলক্ষে রহনপুর ডাকবাংলা থেকে একটি র‌্যালী রহনপুর পৌর ্এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহজাহান আনসারী ,রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা যুবলীগ আহ্বায়ক রাশেদুল ইসলাম,সদস্য সেরাজুল ইসলাম টাইগার,উপজেলা ছাত্রলীগ সভাপতি আল ইমরান , সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাস, রহনপুর পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক সদর আলী রিপন প্রমুখ ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৪-১-১৭