তুচ্ছ ঘটনায় শিবগঞ্জে তাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
পারিবারিক কলহের জের ধরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে, দূর্লভপুর ইউনিয়নের দাদনচক চালকা পাড়া গ্রামের নেশ মোহাম্মদের ছেলে তসলিম উদ্দিন গেদু (৭০)।
তসলিম উদ্দিনের স্ত্রী সুবেরা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গরুকে খাওয়ানো ডালি হারানোকে কেন্দ্র করে তসলিম উদ্দীনের পুত্রবধু চামেলীর সঙ্গে ভাতিজা সবুরের মেয়ে খাদিজার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’ পরিবারের কথাকাটাকাটিতে জড়িয়ে পড়লে সবুরের ছেলে সমীর লাঠি দিয়ে তসলিম উদ্দীনের মাথায় আঘাত করে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাতে সে মারা যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলি জানান, লাশ রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত হবে। কেউ কোন অভিযোগ না করায় মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। অভিযোগ আসলে তদন্তপূর্বক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০১-১৭
তসলিম উদ্দিনের স্ত্রী সুবেরা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গরুকে খাওয়ানো ডালি হারানোকে কেন্দ্র করে তসলিম উদ্দীনের পুত্রবধু চামেলীর সঙ্গে ভাতিজা সবুরের মেয়ে খাদিজার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’ পরিবারের কথাকাটাকাটিতে জড়িয়ে পড়লে সবুরের ছেলে সমীর লাঠি দিয়ে তসলিম উদ্দীনের মাথায় আঘাত করে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাতে সে মারা যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলি জানান, লাশ রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত হবে। কেউ কোন অভিযোগ না করায় মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। অভিযোগ আসলে তদন্তপূর্বক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০১-১৭