বকচর এলাকা থেকে ২ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর এলাকা থেকে শুক্রবার ২ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 রাজশাহীস্থ ১’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সোহেল উদ্দিন এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিক্তিতে দুপুরে ব্যাটালিয়নের বকচর পোষ্টের একটি টহলদল কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন নেতৃত্ত্ব চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বকচর পদ্মা নদীরপাড় নামক এলাকায় অভিযান চালিয়ে ২কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরাইনের আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। তিনি আরো জানান, জব্দ হেরোইন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অবগতি সাপেক্ষে যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করার  জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০১-১৭