শিবগঞ্জ সীমান্তে পিস্তল গুলি, ম্যাগজিন ও ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টায়  মাসুদপুর বিওপি’র একটি টহল মাসুদপুর সীমান্ত  এলাকায় চৌধুরী চড়ান চর এলাকায় ভারত থেকে আসা এক চোরাচালানীকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঐ বস্তা থেকে একটি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
অন্যদিকে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত  এলাকা থেকে ৩ শ ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তেলকুপি বিওপির কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি দল তেলকুপি সীমান্ত এলাকার পিলার ১৮০/৭-এস এর  ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকা হতে ৩৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।  তবে এ দুটি ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তিনি জানান।
তিনি জানান আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন শিবগঞ্জ থানায় ও ফেনসিডিল মাদক অধিদপ্তরের অফিসে জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০১-১৭

,