উপরাজারামপুর থেকে ৪ ককটেলসহ জামায়াত নেতা কাদের গ্রেফতার
চাঁপাইনবাবগগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ৪টি ককটেলসহ আব্দুল কাদের (৩০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আব্দুল কাদের ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ওয়ারেন্টভূক্ত আসামী আটক অভিযানের অংশ হিসেবে দুপুর আড়াইটার দিকে আব্দুল কাদেরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৪টি ককটেলসহ তাকে গ্রেফতার করা হয়। কাদের ৪টি নাশকতা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
ওসি বলেন ‘তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ওয়ারেন্টভূক্ত আসামী আটক অভিযানের অংশ হিসেবে দুপুর আড়াইটার দিকে আব্দুল কাদেরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৪টি ককটেলসহ তাকে গ্রেফতার করা হয়। কাদের ৪টি নাশকতা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
ওসি বলেন ‘তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৭