বালিয়াঘাট্টায় ক্রিকেট টুর্নামেন্টে বালিয়াঘাট্টা এক্সপ্রেসের জয়
গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ এর শনিবারের খেলায় জয় পেয়েছে বালিয়াঘাট্টা এক্সপ্রেস। তারা ১৩ রানে বালিয়াঘাট্টা রাইডার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বালিয়াঘাট্টা এক্সপ্রেস ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে পলাশ ৪৭, অমিত ১৪ রান করে। রাইডার্সের বোলার ইদুল ৪ ওভার ১৫ রানে ৪টি, গাফ্ফার ৪ ওভার ৩২ রানে ৩টি উইকেট লাভ করে। ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বালিয়াঘাট্টা রাইডার্স ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইদুল ৩৭, গাফ্ফার ১১ রান করে। বালিয়াঘাট্টা এক্সপ্রেসের বোলার অমিত ৪ ওভার ২৩ রানে ৩টি, পরশ ৪ ওভার ৩৩ রানে ২টি উইকেট লাভ করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ পলাশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০১-১৭