এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনাববগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবিএম রাশেদুল হাসান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষ মোহিত কুমার দা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও নাগরিকদের নিয়ে আয়োজিত সেমিনারে মাদকের কুফল তুলে ধরে মাদক প্রতিরোধে তরুন সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এরআগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৭