শ্যামপুর মাঠ এলাকা থেকে ১টি ওয়ানসুটার গান উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর মাঠ এলাকা থেকে শনিবার ১টি ওয়ানসুটার গান উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম আবুল এহসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল শ্যামপুর মাঠে ফাঁদ পেতে বসে ছিলো। এ সময় একব্যক্তিকে ভারতের দিক হতে একটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি’র সদস্যরা। পরে ঐ ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। সেখান থেকে টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে হতে ১টি ওয়ানসুটার গান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০১-১৭

,