শিবগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদীপুর এলাকা থেকে ৭শ ইয়াবা টাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত দুই যুবক হলো শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের দক্ষিন উজিরপুর গ্রামেরমৃদ আঃ রহিমের ছেলে মেসের আলি (২২) ও দূর্লভপুর ইউনিয়নের পারকালপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে কবির উদ্দিন(৩৭)
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দেড়টার দিকে থানার এস আই গৌতম চন্দ্র ও এস আই শহিদের নেতৃত্বে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে মেসের আলির নিকট হতে নেশা জাতীয় ৩শ ও কবির উদ্দিনের নিকট হতে ৪শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের দুজনকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০১-০১-১৭
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দেড়টার দিকে থানার এস আই গৌতম চন্দ্র ও এস আই শহিদের নেতৃত্বে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে মেসের আলির নিকট হতে নেশা জাতীয় ৩শ ও কবির উদ্দিনের নিকট হতে ৪শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের দুজনকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০১-০১-১৭